মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
মাগুরায় প্রাইভেটকার, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় মাগুরা সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের মৃত পিকুল বিশ্বাসের ছেলে সানি বিশ্বাস (১৮) ও কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহিব বিশ্বাস (১৭)। গুরুতর আহত হয়েছেন বোরহান মোল্যা (১৭)।
মাগুরার রামনগর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম কুমার জানান, সোমবার রাত ৯টার দিকে মাগুরা সদর উপজেলার কাশীনাথপুর এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর একজন মোটরসাইকেল আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাগুরা হাসপাতাল ও পুলিশ জানায়, নিহত ও আহত মোট তিনজন একই মোটরসাইকেলে সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের গৌরীচরণপুরে নিজ বাড়ি থাকে মাগুরা শহরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকে ধাক্কা লেগে তিনজনই ছিটকে রাস্তার ওপর পড়ে যান। পরে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সানি বিশ্বাসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর মুহিব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত বোরহান মোল্যা এখনও চিকিৎসাধীন।
মাগুরা হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনা স্থান থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাগুরা থানায় মামলা হয়েছে।
অন্যদিকে, সোমবার বিকালে সদর উপজেলার নড়িহাটি এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত কিশোর ফারুক হোসেন একই এলাকার জাহিদ হোসেনের ছেলে।
এ ঘটনায় মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।