১,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দেশ টিভির বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মামলা
গত ১৭ ও ২৪ সেপ্টেম্বর মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন সম্প্রচারের অভিযোগে বেসরকারি দেশ টেলিভিশনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা করে পৃথক দুটি মানহানির মামলা করেছে ওরিয়ন গ্রুপ। গত ২৫ সেপ্টেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মোট ১,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দুটি করা হয়েছে। মামলা নং হচ্ছে– ১৩০ ও ১৩১।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ওরিয়ন গ্রুপ। এতে বলা হয়েছে, ওরিয়নের ছয়টি বিদ্যুৎকেন্দ্র এবং ফ্ল্যাগশিপ প্রকল্প– যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হয় গণমাধ্যমটির সম্প্রচারিত খবরে, যার ফলে তাদের ক্ষতি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিজস্ব বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করতে না পারলেও– ওরিয়নের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সরকারি তহবিল আত্মসাৎ ও বিদেশে পাচারের মিথ্যা অভিযোগ করা হয়েছে দেশ টিভির প্রতিবেদনে। ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্প ব্যয় বাড়ানো ও শেয়ারধারীদের অপসারণের মিথ্যা অভিযোগও আনা হয়। এবিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেওয়ার পরেও – এসব ভুল সংশোধন করেনি দেশ টিভি। ফলে বাধ্য হয়ে নিজস্ব সুনাম রক্ষার্থে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ওরিয়ন।
"ওরিয়ন গ্রুপ সব সময় জাতীয় বিধিমালার সম্পূর্ণভাবে মেনে কার্যক্রম পরিচালনা করেছে। এভাবে ২০১১ সাল থেকে নিজেদের সর্বাধুনিক ছয়টি বিদ্যুৎকেন্দ্র হতে ১৬.৯ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। ওরিয়নের সাথে করা বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) বাংলাদেশের শতাধিক অন্যান্য বিদ্যুৎ উৎপাদনকারীদের সাথে করা চুক্তির সাথে সামঞ্জস্য রেখে করা হয়। ফলে ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে তহবিল পাচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা– কারণ সব লেনদেনই স্বচ্ছভাবে বাংলাদেশের অভ্যন্তরেই করা হয়েছে। ওরিয়ন তাদের আর্থিক বাধ্যবাধকতাকে অব্যাহতভাবে মেনে চলেছে, এবং কোনও রাজনৈতিক বা বাহ্যিক আনুগত্য তার ব্যবসায়িক কার্যকলাপকে প্রভাবিত করে না।"
"ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে আনীত শেয়ারহোল্ডারদের অপসারণ, প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও তহবিল অব্যবস্থাপনার অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট। এ ধরনের মানহানিকর সংবাদ প্রচার বাংলাদেশের প্রথম সফল সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের বিশ্বাসযোগ্যতার জন্য হুমকি। একইসাথে দেশের আর্থ-সামাজিক বিকাশের জন্য দরকারি বেসরকারি বিনিয়োগকে ব্যাহত করবে" – আরো জানিয়েছে ওরিয়ন।
এই প্রেক্ষাপটে শিল্পগোষ্ঠীটি জানায়, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্যকে তুলে ধরতে এবং মিথ্যা তথ্য প্রচারের জন্য দোষীদের বিচারের মুখোমুখি করতে অঙ্গীকারবদ্ধ ওরিয়ন গ্রুপ। এজন্য আমরা সব গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার মূল নীতি সমুন্নত রাখা এবং আমাদের ব্যবসা ও জাতীয় স্বার্থের ক্ষতি করবে– এমন বিভ্রান্তিকর তথ্য সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাই।