কারামুক্ত হলেন সাংবাদিক মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কাশিমপুর কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগার থেকে মুক্তির পর মাহমুদুর রহমানকে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কারা ফটকে জড়ো হন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে 'অপহরণের মাধ্যমে হত্যার ষড়যন্ত্রের' অভিযোগে করা মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় মাহমুদুর রহমান দেশে ছিলেন না।
মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ বলেন, মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় দেওয়া সাজার বিরুদ্ধে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আমরা আপিল করি। আদালত আপিল আবেদন গ্রহণ করেন। এরপর মাহমুদুর রহমানের জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন মাহমুদুর রহমান। ২৯ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে হাজির হয়ে ওই মামলায় আত্মসমর্পণ এবং আপিল শর্তে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেছিলেন।