খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা: ৩ শিক্ষার্থীসহ ১০ জনের নামে মামলা
খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে (৪৯) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) খাগড়াছড়ি সদর থানায় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় প্রতিষ্ঠানটির তিন শিক্ষার্থীসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও অন্তত ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, নিমন্ত ত্রিপুরা (২২), টুনশু চাকমা, সজিব চাকমা (১৯), প্রণয় চাকমা (১৯), কোষ চাকমা (২১), টিনটু চাকমা (১৯), অম্লান ত্রিপুরা (২০), আইকন চাকমা (২০), নিউটন মারমা (২০) ও অনিল চাকমা (১৯)। এদের মধ্যে সজিব, প্রণয় ও কোষ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
মামলার এজাহারে বলা হয়েছে, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষে শিক্ষক সোহেল রানাকে মারধর করে বাথরুমে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে চার থেকে পাঁচশ উচ্ছৃঙ্খল জনতা ও শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সহকারী পুলিশ সুপার, সদর থানার ওসিসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন।
প্রতিষ্ঠানটির এক শিক্ষক ছাত্রদের উসকানি ও এ ঘটনায় ইন্ধন দিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১ অক্টোবর) শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হয়। এতে মহাজন পাড়া, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় ধাওয়-পাল্টা ধাওয়া, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।