দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে: সেনাপ্রধান
দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (৫ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে একথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় তিনি মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের (বিপিইউপি) সভাপতিসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সেনাপ্রধান দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানান।
ওয়াকার-উজ-জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী উৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা বাস্তবায়ন করেছে। এরই অংশ হিসেবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশের সব হিন্দু ধর্মাবলম্বী আনন্দ ও উৎসবমুখর পরিবেশে তাদের উৎসব উদযাপন করবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান।
তিনি সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে দুর্গাপূজা উদযাপনে ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।