কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
কেরানীগঞ্জের রুহিতপুরে রাস্তার ধারের একটি খাবার হোটেলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে।
আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসেন। নিহত তিনজনের নাম– ইলিয়াস, শাহ আলম ও মিন্টু বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান মিয়া টিবিএসকে বলেন, সাড়ে ৭টার দিকে পথের ধারের 'বিরিয়ানি হোটেল' এ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে সেখানে আগুন লেগে যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা নাগাদ আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে মরদেহগুলোও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সময় ওই তিনজন হোটেলের ভেতরে ছিলেন, এসময় একটি বাস এসে রিক্সা ভ্যানকে ধাক্কা দেয়, তখন সেটি হোটেলের গ্যাস সিলিন্ডারে আঘাত করলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।