গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাড়ে ৩ ঘণ্টা অবরোধের পর ছাড়লেন চন্দ্রা–নবীনগর সড়ক
গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় সোমবার (৭ অক্টোবর) দুপুরে হাজিরা, বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
বিক্ষোভের সময় তারা চন্দ্রা–নবীনগর সড়কে তাদের কারখানার সামনে অবস্থান নিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ সৃষ্টি করেন। এতে উভয়দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে সড়কটিতে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েন।
শ্রমিক ও শিল্প পুলিশের সূত্রে জানা যায়, রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওই পোশাক কারখানার শ্রমিকেরা গত সপ্তাহের শুরুতে হাজিরা, বোনাস বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে বিক্ষোভ করেন।
তখন কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও, তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ শ্রমিকদের।
এ কারণে সোমবার দুপুরে টিফিন বিরতির সময় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা চন্দ্রা–নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানো হয় বলে জানান গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার দীপক কুমার মজুমদার।
বেলা ১টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে জিরানী বাজার এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
শ্রমিক আব্দুল মোমিন জানান, কারখানা কর্তৃপক্ষ গত সপ্তাহে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করেনি।
তিনি বলেন, 'যতক্ষণ না পর্যন্ত কারখানার মালিক কারখানায় এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে।'
জিরানী বাজারের ব্যবসায়ী এনামুল ইসলাম বলেন, 'বেশ কিছুদিন ধরে শ্রমিকেরা দাবির পক্ষে সড়ক অবরোধ করছেন, এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।'
'সড়ক অবরোধের একটি প্রতিকার হওয়া উচিত, যাতে কোনো অযথা কারণে সড়ক অবরোধ করা না যায়,' মন্তব্য করেন এ ব্যবসায়ী।
গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার দীপক কুমার মজুমদার বলেন, শ্রমিকেরা বিভিন্ন দাবি নিয়ে দুপুর ১টার দিকে আন্দোলন শুরু করেন।
'পরবর্তীসময়ে তারা চন্দ্রা–নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। সাড়ে চারটার দিকে তাদের বোঝানো হলে তারা সড়ক ছেড়ে কারখানায় ফিরে যান।'
তিনি আরও জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।