সরকারি ছুটির দিনেও তীব্র যানজটে নাকাল ঢাকাবাসী
আজ (১০ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তাদের জন্য চার দিনের ছুটির প্রথম দিন হওয়া সত্ত্বেও সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে যাত্রীদের ভয়াবহ ট্রাফিক জ্যামের সম্মুখীন হতে হচ্ছে।
এয়ারপোর্ট এলাকা থেকে মহাখালী, বনানী এবং রাজধানীর অন্যান্য স্থানে যাতায়াত করা যাত্রীদের এয়ারপোর্ট রোডে ভয়াবহ যানজটের মুখোমুখি হতে হয়েছে।
যানজট সম্পর্কে জানতে চাইলে গুলশান ট্রাফিক জোনের সহকারী কমিশনার সায়েম নয়ন জানান, মানুষ দীর্ঘ ছুটির আগে ঢাকা ছাড়তে শুরু করেছে।
তিনি বলেন, "আজ সপ্তাহের শেষ কর্মদিবসও। সড়কে আরও বেশি যানবাহন এবং যাত্রীর উপস্থিতি এই পরিস্থিতির সৃষ্টি করেছে।"
ছুটির জন্য বের হওয়া মানুষদের রাজধানীর প্রবেশদ্বারগুলো যেমন মতিঝিল, খিলগাঁও, যাত্রাবাড়ী এবং সায়েদাবাদে প্রবল যানজটের সম্মুখীন হতে হচ্ছে।
একটি প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন পোশাক শ্রমিক দুপুর সাড়ে ১২টায় কুরিল ফ্লাইওভার এলাকায় বেতন ও মজুরির দাবিতে সড়কে নেমে আসেন। পুলিশ তাদের নাম জানাতে পারেনি, তবে পরবর্তীতে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সকাল থেকে তীব্র যানজটের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রাফিক কর্মকর্তারা।