আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া প্রবাসীকে কুমিল্লায় দাফন
সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি কামাল হোসেনের (৩৮) মরদেহ আজ শুক্রবার (১১ অক্টোবর) কুমিল্লায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতিতে তার দাফন সম্পন্ন হয়।
কামাল হোসেনের বাবা নজির আহমেদ বলেন, 'গতকাল (১০ অক্টোবর) রাতে ঢাকা বিমানবন্দর থেকে লাশ কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। উপজেলা প্রশাসনের নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে পারিবারিক কবরস্থানে আজ লাশ দাফন করা হয়।'
মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, 'কামাল হোসেনের স্ত্রী এবং ২ মেয়ে রয়েছে। ৭ বছর আগে কামাল হোসেন আরব আমিরাতে যান। গত ৩০ সেপ্টেম্বর মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে আমিরাতেই মারা যান।'
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, 'গত ৩০ সেপ্টেম্বর আরব আমিরাতের শারজায় একটি হাসপাতালে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মো. কামাল হোসেন মারা যান।'
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, 'সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের লাশ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।'