বিচারপতি গোলাম মর্তূজাকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
হাইকোর্টের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পুনর্গঠনের অনুমোদন দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে ড. আসিফ নজরুল জানান, বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারকে আইসিটি-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীকে ট্রাইব্যুনালের সদস্য করা হয়েছে।
তিনি জানান, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এবং আজই তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।
ড. আসিফ নজরুল বলেন, এ তিন বিচারকের নিয়োগের ফলে অচিরেই জুলাই–আগস্ট মাসের হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে।
তিনি আরও উল্লেখ করেন, অধস্তন আদালতের বিচার কাজের স্থবিরতা দূরীকরণে আগামী বৃহস্পতিবারের মধ্যে সারাদেশের অধস্তন আদালতগুলোতে জিপি-পিপি নিয়োগের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে।