সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
২১ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে শ্রমিক অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল।
এর আগে, আজ সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে কর্মরত শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে মহাসড়কে নামেন।
পরে দফায় দফায় আলোচনা শেষে বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়ক ছেড়ে দেন শ্রমিকরা।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, কারখানার ভেতরে মালিকপক্ষকে নিয়ে শ্রমিকদের সাথে করে আলোচনায় বসেছে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।
জানা যায়, সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে প্রতিষ্ঠানটির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কোম্পানিটির সহস্রাধিক শ্রমিক। এ সময় কোম্পানির পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করলে, তাদেরকে ধাওয়া দেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলেও তাতে কাজ হয়নি।
খবর নিয়ে জানা যায়, বিভিন্ন কারণে কোম্পানিটিতে কর্মরত শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এর মধ্যে গত ১০ অক্টোবর কোম্পানি কর্তৃপক্ষের গাফিলতিতে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়।
শ্রমিকদের দাবি, সেদিন সরকারি ঘোষণা উপেক্ষা করে বন্ধের দিন কারখানা খোলা রাখা এবং একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে ছুটি না দিয়ে তার সাথে উল্টো খারাপ আচরণ করা হয়। দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পরও তাকে হাসপাতালে না নিয়ে মেঝেতে ফেলে রাখা হয়। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় মারা যান সেই শ্রমিক। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন শ্রমিকরা। এরপর থেকেই তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন।