আওয়ামী লীগ-ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ফ্যাসিবাদের আমলে সংঘটিত হওয়া সকল অন্যায়ের বিচার, জুলাই গণহত্যার বিচার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বেলা ১টায় মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে ১টা ২০ মিনিটে মহাসড়ক ছেড়ে দেন৷
সংক্ষিপ্ত সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়েব হাসান বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন অনুশোচনা নাই। তাদের অনুশোচনা হয় না, বরং তারা প্রতিশোধ নেওয়ার জন্য আবারও ভয়ংকররূপে ফিরে আসতে চায়।"
ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, "গণঅভ্যুত্থানের আড়াই মাস পার হয়ে গেলেও আমরা আজও হাসপাতালগুলোয় আহত ভাই-বোনদের আহাজারি দেখছি। শহীদ পরিবারের চোখের পানি এখনো শুকায় নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকাণ্ডে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ সদস্যদের মধ্যে যারা জড়িত ছিল তারা এখনো বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। তারা সংঘবদ্ধ হয়ে বিপ্লবীদের উপর হামলা চালাচ্ছে।"
ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, "গণঅভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তারা আজও ক্ষমতার চেয়ারে বসে আছে। ইউনূস সরকার কী করছে তা দৃশ্যমান না। আমরা হুঁশিয়ার করে বলতে চাই ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে আমরা হটিয়েছি। ফ্যাসিস্টদের পুনর্বাসন করলে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে আমরা দ্বিতীয়বার ভাববো না।"