বিএনপির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে শমসের মবীন চৌধুরীকে
গত ১৪ সেপ্টেম্বর বিএনপির দায়ের করা একটি মামলায় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবীন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হবে হবে বলে জানিয়েছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী জানিয়েছেন, "পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।"
সূত্র জানায়, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ পণ্ড করতে ব্যাপক হামলা ও ধরপাকড় করা হয়। এই ঘটনায় গণ-অভ্যুত্থানের পর গত ১৪ সেপ্টেম্বর বিএনপির পক্ষ থেকে পল্টন থানায় একটি মামলা করা হয়। সেই মামলার তদন্তে শমসের মবিন চৌধুরীর নাম পাওয়া গেছে।
এরপরই ডিবি পুলিশ তাকে আটক করতে রাজধানীর বনানীর বাড়িতে অভিযান চালায়। প্রায় এক ঘন্টার অভিযান শেষে শমসের মবিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়। রাতেই তাকে পল্টন থানা হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানিয়েছে ডিবির ওই সূত্র।
ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শমসের মবিনকে আটক করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে তোলা হবে।