নতুন চার সংস্কার কমিশন গঠন: প্রধানদের নাম ঘোষণা
স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার ও নারীবিষয়ক আরও চারটি নতুন সংস্কার কমিশন গঠন করেছে সরকার।
এক্ষেত্রে জাতীয় অধ্যাপক ড. এ কে আজাদকে স্বাস্থ্যবিষয়ক কমিশনের প্রধান এবং কলামিস্ট কামাল আহমেদ গণমাধ্যম কমিশনের প্রধান হবেন।
অন্যদিকে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে শ্রমিক অধিকার কমিশনের প্রধান এবং শিরীন পারভীন হককে নারীবিষয়ক কমিশনের প্রধান করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, "আগামী ৭-১০ দিনের মধ্যে সদস্য নির্বাচন করে নতুন চারটি কমিশনের পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।"
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, "সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। একই সঙ্গে ভুয়া খবর বা ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে পরামর্শ দেয়।"