চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবি পল্লী বিদ্যুৎ সমিতির
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চাকরিচ্যুত ৩১ কর্মকর্তাকে পুনর্বহালসহ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।
আজ শনিবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায়, এই সিস্টেমের সংস্কার দাবি করায়, শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য নিরসনের দাবি তোলায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে গ্রেফতার আতঙ্কে পল্লী বিদ্যুৎ সমিতির সবাই যদি নিরাপত্তার জন্য স্টেশন ত্যাগ করে, আর এজন্য বিদ্যুৎ বিপর্যয় ঘটলে এর দায় কে নেবে?
তারা বলেন, গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই ২৪ জন কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার ও 'মিথ্যা' মামলায় ১৮ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা চারটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো- অবিলম্বে মামলা প্রত্যাহার করে ২৪ জনের চাকরি ফিরিয়ে দেওয়া, সমিতি ও বোর্ড সংস্কার করে একীভূত করে একটি প্রতিষ্ঠান করা ও স্থায়ী পদের বিপরীতে চুক্তিভিত্তিকদের নিয়মিত করা, ছাত্র সমন্বয়কসহ স্বাধীন কমিশন গঠন করে সংস্কার না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা ও আরইবির দুর্নীতিগ্রস্তদের বিচারের আওতায় আনা।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা-১ জোনের জুনিয়র টেকনিশিয়ান তামজিদুল ইসলাম,নরসিংদী ১ জোনের ডিজিএম (টেকনিক্যাল) আবদুল্লাহ আল হাদী,নরসিংদী-২ এর জুনিয়র ইঞ্জিনিয়ার শায়ীদুল ইসলাম ভুইয়া প্রমুখ।