ডিম আসছে কম শুল্কে, বাজারে দাম কমার প্রত্যাশা
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মাত্র ৫ শতাংশ শুল্কে আমদানি করা ভারতীয় ডিম দেশে আসতে শুরু করেছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজীব নাজির বলেন, 'শুল্ক কর্তৃপক্ষ ২১ অক্টোবর থেকে বন্দরে মাত্র ৫ শতাংশ শুল্ক দিয়ে ভারত থেকে আমদানি করা ডিমের চালান খালাস করতে শুরু করেছে। আগে ডিম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক ছিল।'
তিনি আরও বলেন, 'আমদানিকারকেরা দুদিন পর বন্দর থেকে ডিম নিয়েছেন। এ প্রক্রিয়ায় আমদানিকারকদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।'
ক্রমবর্ধমান দাম মোকাবিলায় সরকার সম্প্রতি ডিমের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে। এতে পাইকারি পর্যায়ে প্রতিটি ডিম ৯ টাকায় বিক্রি করা যাবে বলে আশা করা হচ্ছে। এ সুবিধা ১৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
বন্দর সূত্রে জানা গেছে, হাইড্রোল্যান্ড সলিউশনের আমদানি করা দুই লাখ ৩২ হাজার ডিম সোমবার (২১ অক্টোবর) বন্দর থেকে খালাস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আগে আমদানিকারকদের প্রতি ডিমের আমদানি শুল্ক দিতে হতো ১ টাকা ৮৩ পয়সা, এখন তা কমে হয়েছে ৭৬ পয়সা।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইকরামুল হাসান সজিব বলেন, 'সরকার নির্ধারিত কম শুল্কে বন্দর থেকে ডিম খালাস নিতে দুদিন বেশি সময় লেগেছে। আজ চালানটি ৫ শতাংশ শুল্কে খালাস নিয়েছি। এখন দাম আগের চেয়ে কমবে। প্রতিটি ডিম বাজারে ৯ টাকার মধ্যে বিক্রি হওয়ার কথা রয়েছে।'
কাস্টমস সূত্র জানায়, ৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে একটি প্রতিষ্ঠান প্রায় ১০ লাখ ডিম আমদানি হয়েছে। সরকার কয়েকটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিলেও সব প্রতিষ্ঠান এখনও আমদানি করেনি।