এইচএসসি’র ফলাফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীরা: আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ছত্রভঙ্গ
এইচএসসি পরীক্ষায় 'বৈষম্যহীন' ফলাফলের দাবিতে আজ বুধবার (২৩ অক্টোবর) শত শত শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করেছে। তারা পরীক্ষার ফল পুনঃমূল্যায়ন ও ভুল সংশোধনের দাবি জানিয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। জানা যায়, শিক্ষার্থীদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান।
এর আগে বেলা ৩টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের প্রধান ফটকের কাছে পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের বাধা দিলেও তারা স্লোগান দিয়ে ঠেলে সচিবালয়ের ভিতরে ঢুকে যায়।