ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাবে সাতক্ষীরা উপকূলে তুমুল বৃষ্টিপাত
সাতক্ষীরা উপকূলে শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত। সকাল ৮টা থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হলেও মাঝেমধ্যে চলছে ভারী বর্ষণ। বিকেল থেকে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় দানাকে ঘিরে গতকালই জেলা ও উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে প্রশাসন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ জানান, জেলার সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ফায়ার সার্ভিস, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
সাতক্ষীরায় পাঁচ কিলোমিটারের বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন। তিনি জানান, বৃষ্টিপাতের কারণে বাঁধের ক্ষতি হলে তাৎক্ষণিক মেরামতের জন্য পাঁচ হাজার জিও ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ রাখা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় দানা যতই উপকূলের দিকে এগিয়ে আসছে ততই উদ্বেগ বাড়ছে সাতক্ষীরার উপকূলীয় জনপদে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ঘূর্ণিঝড়টির গতিপথ এখন পর্যন্ত ভারতের দক্ষিণ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের পুরী ও সাগর দ্বীপ সংলগ্ন অঞ্চলে। এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপকূলে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।