সাবেক মেয়র তাপসকে দুদকে তলব
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩ নভেম্বর সকাল ১০টায় তাকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানা গেছে।
নোটিশের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম।
তিনি বলেন, তলবি নোটিশটি তাপসের বনানীর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, 'সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগের বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই বলে গণ্য হবে।'