মির্জা ফখরুলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সাক্ষাৎ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধিদল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ শনিবার বিকাল সোয়া ৫টার দিকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যায়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
শায়রুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্থা শারমীন, সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।