মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩৪
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাাজির অভিযোগে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী; বাকিদের গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) রুহুল কবির খান।
তিনি বলেন, 'মোহাম্মদপুরের শের শাহ সুরি রোড, জেনেভা ক্যাম্প ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়েছে। এর মধ্যে মোহাম্মদপুরের শের শাহ সুরি রোড থেকে দুইজন অস্ত্র বানানো কারিগর, বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৯ জন, বেড়িবাঁধ রোডে নেসলে কোম্পানির গাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত দুজন গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদপুরে কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, 'মোহাম্মদপুরে কিশোর গ্যাং একটি অভিশপ্ত কালচার। এ কালচার বহুদিন ধরে চলমান ছিল। এটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।'
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বারবার সংঘাতের বিষয়ে জানতে চাইলে রুহুল কবির খান বলেন, 'সেখানে সংঘাত মূলত মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হয়েছে। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি। এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। অভিযানে এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।'