৯ মাসে বিকাশ লাভ করেছে ২১৮ কোটি টাকা
দেশের প্রধান মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ২১৮ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ১৪৭% বেশি।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রকাশিত কোম্পানির আর্থিক বিবরণী অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির মুনাফা ১৯% বেড়ে ৩ হাজার ৬৪৫ কোটি হয়েছে।
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এর মুনাফা হয়েছে ১০৯ কোটি টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৯ কোটি টাকা।
অন্য অনেক টেকসই ব্যবসার মতো গ্রাহককেন্দ্রিক ফিনটেক প্রতিষ্ঠান বিকাশ নির্ভর করেছে দীর্ঘমেয়াদী পুঁজি (পেশেন্ট ক্যাপিটাল) এবং প্রবৃদ্ধির মানসিকতার ওপর।
একটি 'টেক্সটবুক কোম্পানি' হিসেবে বিকাশ প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, অবকাঠামো উন্নয়ন, কোটি গ্রাহকসহ সকল অংশীদারদের ডিজিটাল লিটারেসি বাড়াতে ১৩ বছর ধরে ধারাবাহিক বিনিয়োগ করে আসছে।
এই কৌশলগত বিনিয়োগই বিকাশকে দেশের সবচেয়ে বড় ডিজিটাল আর্থিক সেবার প্ল্যাটফর্ম হিসেবে পরিণত করেছে। অর্জন করেছে সক্রিয় কোটি গ্রাহকের আস্থা, তৈরি করেছে দেশব্যাপী শক্তিশালি এজেন্ট ও মার্চেন্ট নেটওয়ার্ক। আর এই সব উদ্যোগই ধারাবাহিকভাবে বিকাশ-এর রাজস্ব প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।