ব্যাংকগুলোতে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে: কেন্দ্রীয় ব্যাংক
সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স (বিসিএসআই) সম্প্রতি ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনি লেনদেনের তথ্য পেয়েছে। বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে সব ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়েছে।
'এ লেনদেনসমূহের মাধ্যমে সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মে জানা যায়। বিভিন্ন স্যোশাল মিডিয়ায় সক্রিয় এ সকল সাইবার অপরাধীরা প্রতিনিয়ত দেশের সাধারণ জনগন তথা ব্যাংকের গ্রাহকদের হয়রানি করছে,' বলা হয় চিঠিতে।
বাংলাদেশ ব্যাংক বিশ্বব্যাপী সাইবার হুমকির ক্রমবর্ধমান ঝুঁকির কথা উল্লেখ করে দেশের ব্যাংকিং ব্যবস্থার এ ধরনের হামলা ঠেকানোর দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোতেও সাইবার আক্রমনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাংকগুলো প্রতিনিয়ত বিভিন্ন ম্যালওয়ার আক্রমণের শিকার হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক এ ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাংকগুলোকে অবিলম্বে বাস্তবায়নের জন্য ১৭টি প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার রূপরেখার কথা জানিয়েছে চিঠিতে।
প্রধান নিরাপত্তা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে বায়োমেট্রিক এবং ওটিপি-এর মতো শক্তিশালী প্রমাণীকরণ ব্যবস্থা বাস্তবায়ন এবং বিআইএন (ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার) আক্রমণের মতো অস্বাভাবিক লেনদেনের আচরণ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।
ফিশিং আক্রমণ প্রতিরোধে কর্মীদের প্রশিক্ষণ, হালনাগাদকৃত ফায়ারওয়াল ব্যবহার করা, এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চিঠিতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।