যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদেশি
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৭০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। তারা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন।
ফিরে আসা নাগরিকদের আজ (৪ নভেম্বর) বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৩৩৮ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরত আসা প্রত্যেক নাগরিককে নগদ ৫ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকার লেবানন থেকে ফিরতে চাওয়া সকল নাগরিককে সম্পূর্ণ সহায়তা করবে এবং যারা ফিরতে চান না তাদের নিরাপত্তা প্রদান করবে।