যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ইউনূস
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/11/06/yunus_trump.jpg)
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন।
'বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত,' চিঠিতে বলেন ইউনূস।
'আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করা প্রতিফলিত করে যে, আপনার নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে অনুরণিত হয়েছে। আমি আশাবাদী, আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র আরও উন্নতির পথে এগিয়ে যাবে এবং বিশ্বব্যাপী দেশগুলোকে অনুপ্রাণিত করবে,' বলেন তিনি।
চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা ভাগাভাগি করে আসছে জানিয়ে ড. ইউনূস বলেন, 'আপনার [ট্রাম্পের] পূর্ববর্তী মেয়াদকালে এ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হয়েছে।'
এ সময় প্রধান উপদেষ্টা নতুন মার্কিন সরকারের সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
'আমি আমাদের এ অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। আমার বিশ্বাস, আমাদের দুটি বন্ধুপ্রতিম দেশের সম্পর্ক নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
'শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতি আমাদের অঙ্গীকারের প্রেক্ষিতে, বাংলাদেশ সরকার এবং [এর] শান্তিকামী জনগণ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির লক্ষ্যে আপনার প্রচেষ্টায় একত্রে কাজ করতে আগ্রহী।'
ডোনাল্ড ট্রাম্পের সাফল্য কামনা করে শুভকামনা জানিয়ে চিঠিটি শেষ করেন ড. মুহাম্মদ ইউনূস।
এদিকে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের সঙ্গেই মুহাম্মদ ইউনূসের সুসম্পর্ক আছে জানিয়ে আগামীদিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে তিনি বলেন, '[এ বিষয়ে] ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে।'
৭৮ বছর বয়সি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেক্টোরাল ভোট অর্জন করেছেন। তবে এখনো নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি।