নারায়ণগঞ্জে সড়ক অবরোধ: সেনাবাহিনীর আশ্বাসে ৫ ঘণ্টা পর সড়ক ছাড়লো শ্রমিকরা
সেনাবাহিনীর আশ্বাসে দীর্ঘ ৫ ঘণ্টা পর নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে অবস্থিত অবন্তি কালার টেক্স এবং ক্রোনী গার্মেন্টেসের শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছে।
আজ সোমবার (১১ নভেম্বর) বিকালে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে সড়ক ছেড়ে দেয় তারা।
এর আগে, বেলা সাড়ে ১১ টা থেকে ঢাকা – পাগলা–মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থান নিয়ে বেশ কিছু কারখানাতে ভাঙচুর চালায়। বেলা ১ টার দিকে বন্ধ হয়ে যায় পুরো বিসিক এলাকা। বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
শ্রমিকরা জানায়, 'অবন্তি কালার টেক্স এবং একই গ্রুপের ক্রোনী গার্মেন্টসে প্রায় ৯ হাজার শ্রমিক কর্মরত ছিল। কয়েকমাসের বেতন পরিশোধ না করে কারখানা দুটি লে অফ ঘোষণা করে। দফায় দফায় আন্দোলন ও বৈঠক অনুষ্ঠিত হলেও মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। বাধ্য হয়েই আজকে সড়ক অবরোধ করেছি আমরা।'
শ্রমিকদের মাঝে উপস্থিত হয়ে সেনাবাহিনীর মেজর আশরাফ বলেন, 'মালিকপক্ষ বেতন পরিশোধ না করে আত্মগোপনে রয়েছে। আপনাদের বেতন পরিশোধে এই দুটি প্রতিষ্ঠান নিলামে তুলে বিক্রি করে আপনাদের বেতন পরিশোধ করা হবে।'
তার এ আশ্বাস পেয়ে বিকেল সোয়া পাঁচটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, 'ক্রোনী ও অবন্তি কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এনিয়ে শ্রমিকদের অসন্তোষ দীর্ঘদিনের। আমরা সমাধানের উদ্যোগ নিয়েছি।'