‘শিক্ষার্থীরা জানতে চায় কাদের প্রেসক্রিপশনে আওয়ামী দোসরদের পুনর্বাসন হচ্ছে’: হাসনাত আব্দুল্লাহ
উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনের শপথ গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসাথে শিক্ষার্থীরা জানতে চেয়েছে কোন বিষয়গুলো বিবেচনায় নিয়ে নতুন উপদেষ্টা নেওয়া হচ্ছে।
আজ সোমবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন শিক্ষার্থীরা।
মানববন্ধনে সংগঠনটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 'তিন মাস পরেও শিক্ষার্থীদের রাস্তায় নামতে হচ্ছে খুনি হাসিনার বিচার দাবিতে। এর চেয়ে বড় আইরনি (নির্মম পরিহাস) কিছু নেই। শিক্ষার্থীরা যখন রাজপথে আওয়ামী দোসরদের তাড়াতে ব্যস্ত, ঠিক তখন খবর আসে নতুন উপদেষ্টা নিয়োগ হয় বঙ্গভবনে। শিক্ষার্থীরা বিপ্লব করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য। কিন্তু, ছাত্র-জনতার রক্তকে পুঁজি করে অনেকই উপদেষ্টা হচ্ছে। শিক্ষার্থীরা স্পষ্ট করে জানতে চায় – কাদের প্রেসক্রিপশনে আওয়ামী দোসরদের পুনর্বাসন হচ্ছে।'
হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে অভ্যুত্থান করেছেন। তাদের সঙ্গে আলোচনা না করে এই নিয়োগ দিয়েছেন। আপনারা শিক্ষার্থী, নাগরিক, শ্রমিক-জনতার সঙ্গে মশকরা বন্ধ করেন। আপনারা বিপদে পড়বেন। তারপর ছাত্রদের রাস্তায় নামতে বলবেন। এভাবে আর বেশিদিন হবে না। যারা ফ্যাসিবাদের নুন খেয়েছে, আমরা কোনো ফর্মেটেই তাদের পুনর্বাসন দেখতে চাই না।
তিনি আরও বলেন, যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই। আর যদি কোনো সমঝোতার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনারা ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, অভ্যুত্থানের পর আমাদের মধ্য থেকে বিপ্লবী সরকারের কথা উঠে এসেছিল। কিন্তু দেশের স্থিতিশীলতার কথা বলে আমাদের সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে বলা হয়েছিল। গতকাল আমাদের অবহিত না করে ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে যদি চলতে থাকে, নতুন সরকার গঠন করতে বেশি সময় লাগবে না। ২৪-এর গণঅভ্যুত্থান রক্ষা করতে আমরা রক্ত দিয়ে মাঠে থাকব।
আন্দোলনের অন্যতম আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আপনারা যদি মনে করেন, বিপ্লবীরা ঘুমিয়ে গিয়েছে; আপনারা ভুলের মধ্যে আছেন। ফ্যাসিবাদী কাঠামো বিলোপে আমরা আবারও নামতে প্রস্তত আছি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন কানিস ফাতেমা, রাফিদ হাসান সাফওয়ান, রিফাদ রশীদ, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলামসহ প্রমুখ ছাত্রনেতারা।