সারের আমদানি এলসি খোলা আরও সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক
দাম সহনীয় পর্যায়ে রাখতে সারের আমদানি এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন নূন্যতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, কৃষি উৎপাদনের ক্ষেত্রে সারের গুরুত্ব বিবেচনায় সারের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিতকল্পে সার আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে হবে।
অবশ্য এর আগের এক নির্দেশনায় শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করার বাধ্যবাধকতা তুলে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
সেখানে বলা হয়েছিল, কতিপয় পণ্য ব্যতীত অন্যান্য সকল পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণের সুযোগ রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সামনে চাষের মওসুম উপলক্ষে সারের চাহিদা বাড়বে। আমদানিকারকেরা যেন সহজে সার আমদানি করতে এলসি খুলতে পারেন, সেজন্য ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।