রাজধানীতে বাসায় লুটপাট চালানোর পর শিশুকে নিয়ে গেছে ডাকাতদল: পুলিশ
রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার পর এক শিশুকে অপহরণ করেছে একদল ডাকাত।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাশৈনুর বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্টাফ কোয়ার্টারে বাসিন্দা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী ফারজানা আক্তারের বাড়িতে সকালে ডাকাতদল ঢুকে পড়ে।
তিনি স্বামী ও এক সন্তানকে নিয়ে থাকেন বাসাটিতে। সূত্র জানিয়েছে, ডাকাতরা নগদ দেড় লাখ টাকা এবং চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর সময় শিশুটিকে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ফারজানার এক সহকর্মী প্রথম আলোকে জানান, ডাকাতরা ফারজানার শিশুটিকে নিয়ে গেছে। বাচ্চাটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি।