কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়: আয়োজক সংস্থা
আগামী জানুয়ারি মাসের ২৮ তারিখ শুরু হতে যাচ্ছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তবে সে মেলায় এবার অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় এখন পর্যন্ত বাংলাদেশের নাম নেই বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, অংশগ্রহণকারী দেশের তালিকা থেকে বাংলাদেশ স্পষ্টতই বাদ পড়েছে।
গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি গণমাধ্যমকে বলেন, কলকাতা বইমেলা আয়োজনে বাংলাদেশ নিয়মিত স্টল দিয়ে থাকে। কেবল ২০০৭ এবং ২০২১ সাল ছাড়া— যে দুই বছর অনিবার্য পরিস্থিতির কারণে মেলা অনুষ্ঠিত হতে পারেনি— প্রতি বছরই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, "গত তিন মাসে ধরে প্রতিবেশী দেশের পরিস্থিতি বিবেচনায়, সেখানে শুধু গুরুতর ইমার্জেন্সির ক্ষেত্রে মেডিকেল ভিসা ছাড়া অন্যকোনো ভিসা দেওয়া হচ্ছে না। সুতরাং, এমন পরিস্থিতিতে গিল্ড নিজে থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। নীতিগত সিদ্ধান্তের জন্য বিদেশ মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ের জন্য আমাদের রাজ্য সরকারের কাছ থেকে পরামর্শ নিতে হবে।"
এবারের মেলায় মূল প্রতিপাদ্য দেশ হিসেবে থাকছে জার্মানি। সেখানে জার্মানির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সাহিত্যিক উত্তরাধিকার প্রদর্শিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আগামী বছর ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। গত বছরের মতো এবারও মেলায় স্টলের সংখ্যা ১ হাজার ৫০টিতেই সীমাবদ্ধ থাকছে।