আগারগাঁওয়ে রাস্তা অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ
গত কয়েকদিনের মতো আজও (২৫ নভেম্বর) রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষভে নেমেছেন অটোরিকশা চালকরা।
ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে সোমবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় তারা বিক্ষোভ শুরু করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের শের-এ-বাংলা নগর ট্রাফিক জোনের সহকারী কমিশনার তারেক সেকান্দার অভি জানান, "সকালে আগারগাঁও এলাকায় বেশ কয়েকজন অটোরিকশা চালক রাস্তা দখল করেছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে আমরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছি।"
এর আগে, গতকাল রোববারও ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে রাজধানীর প্রেস ক্লাব ও যাত্রাবাড়ী এলাকায় দুই ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখেন অটোরিকশা চালকরা।
এদিকে, ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে গত ১৯ নভেম্বর হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।
আজ সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে।
চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
আবেদন করার বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।