চট্টগ্রামে আইনজীবী হত্যা–বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছেন, এ বিষয়টি এখন সরকারের 'টপ প্রায়োরিটি'। এরই মধ্যে এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। তিন মামলায় গ্রেপ্তার হয়েছেন ৩৩ জন। আরও ৬ জনকে শনাক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন এ তথ্য জানান।
তারা বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এর আগে, গতকাল বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমের প্রতিবেদন উপস্থান করে স্বপ্রণোদিত হয়ে ইসকন নিষিদ্ধ ও তিন জেলায় ১৪৪ ধারা জারি করতে আদেশে চেয়ে আইনজীবী মনির উদ্দিন আবেদন করেন। পরে আদালত এ বিষয়ে আজ বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপক্ষের কাছে অগ্রগতি জানতে চান।
সে অনুসারে, আজ সকালে রাষ্ট্রপক্ষ অবহিত করেন।
আদালতে আইনজীবী মনির উদ্দিন বলেন, 'এখন ইসকন নিষিদ্ধের সময়।'
উত্তরে তখন আদালত বলেন, 'সরকার অবশ্যই বিষয়টি দেখবে।'