অসুস্থ যাত্রীর চিকিৎসায় বিমানের ফ্লাইটের করাচিতে জরুরি অবতরণ
যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বুধবার (৪ ডিসেম্বর) জেদ্দা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ওই যাত্রী অসুস্থবোধ করেন। এ ঘটনায় প্রায় আট ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছায় ফ্লাইটটি।
ফ্লাইট বিজি-১৩৬ জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে যাত্রা শুরু করে। সকাল ৯টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এটির অবতরণের কথা ছিল।
তবে ফারজানা নামক এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটি করাচিমুখী করেন পাইলট। এরপর ভোর ৫টা ১৬ মিনিটে করাচি বিমানবন্দরে অবতরণ করে এটি।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, অসুস্থ যাত্রী ও তার শিশুকে চিকিৎসা সহায়তার জন্য করাচি বিমানবন্দরে নামানো হয়েছে।
'ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে এবং নির্ধারিত সময়ের প্রায় আট ঘণ্টা দেরিতে বেলা ১টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়,' বলেন তিনি।