জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ভর্তি পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি, নেই মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। চলতি বছর ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ আলী রেজা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- এসব তথ্য নিশ্চিত করেছেন।
আলী রেজা বলেন, 'পরীক্ষা আগের মতোই শিফট পদ্ধতিতে হবে। এবারের পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, অন্যান্য কোটার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'গতবারের ৬ টি ইউনিটের জায়গায় এবারে ১০ টি ইউনিটে পরীক্ষা হবে।'
ইউনিট ভিত্তিক আসন ও পরীক্ষার ফি-এর বিষয়ে তিনি বলেন, 'আজকের সভার সিদ্ধান্তগুলো টেকনিক্যাল কমিটিতে পাঠানো হবে। কমিটির মিটিংয়ের পর বিস্তারিত বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।'
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার জন্য আগামী ১ জানুয়ারি আবেদন শুরু হবে, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য https://juniv-admission.org/ ওয়েবসাইটে পাওয়া যাবে।