আগরতলা হামলার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিলো ইনকিলাব মঞ্চ
বাংলাদেশের আগরতলা মিশনে সাম্প্রতিক হামলার প্রতিবাদে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে 'ইনকিলাব মঞ্চ' নামের একটি সংগঠন।
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আন্দোলনকারীরা প্রথমে গুলশান-২ নম্বরে জড়ো হয়ে হাইকমিশন অভিমুখে মিছিল শুরু করে। গুলশান-২ মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রাকিব হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।'
পুলিশের ব্যারিকেডের কারণে ইনকিলাব মঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয় এবং বাকি আন্দোলনকারীরা গুলশান-২-এ অপেক্ষা করে।