ভারত গরু রপ্তানি বন্ধ করেছে, আমরা কি তাই গরুর মাংস খাই না— প্রশ্ন উপদেষ্টা সাখাওয়াতের
নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন প্রশ্ন রেখে বলেছেন, 'ভারত কি বিনা পয়সায় আমাদের পণ্য দেয়? টাকা নিয়েই দেয়। (রপ্তানি) বন্ধ করতে চাইলে করুক। গরু রপ্তানি তো বন্ধ করেছে। এখন কি আমরা গরুর মাংস খাই না?'
তিনি বলেন, 'ভারত রপ্তানি বন্ধ করলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এর সঙ্গে এপার-ওপারে লাখ লাখ লোক জড়িত। ভারত এত বড় একটা বাজার নষ্ট করবে বলে আমরা মনে হয় না।'
আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন ইস্যুতে নৌপরিবহন উপদেষ্টা বলেন, 'আজ হোক বা কাল, রাজনীতিবিদরাই দেশ চালাবেন। যদি রাজনীতিবিদদের মধ্যে ঐকমত্য না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা, সেটা এলোমেলো হয়ে যায়। সব রাজনৈতিক দল একত্রে বসেছে, এটা একটা উদাহরণ। অতীতে এমন দেখা যায়নি।'
উপদেষ্টা বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড, ইমিগ্রেশন চেকপোস্ট ঘুরে দেখেন। এরপর বন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় বন্দরের কর্মকর্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও এ থেকে উত্তরণে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।