জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস
কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে 'মুখ্য সংগঠক' পদে মনোনীত করেছে জাতীয় নাগরিক কমিটি। এর আগে গত ২৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল।
আজ সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো।
জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কাঠামোতে আরও রয়েছেন – নাসিরুদ্দীন পাটওয়ারী (আহ্বায়ক), আখতার হোসেন (সদস্য সচিব) এবং সামান্তা শারমিন (মুখপাত্র)। গত ৮ সেপ্টেম্বর ফ্যাসিবাদবিরোধী প্ল্যাটফর্ম হিসেবে ৫৫ সদস্যের এই জাতীয় কমিটি গঠন করা হয়।
অন্তর্বর্তী সরকারকে সমর্থন প্রদানের পাশাপাশি সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং নীতিগত সিদ্ধান্তে যেন জনস্বার্থ রক্ষা করা হয়– এমন মৌলিক লক্ষ্য রয়েছে এই কমিটির।
অভ্যুত্থানের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন, ছাত্রজনতার আন্দোলনের সময় গণহত্যায় জড়িতদের ন্যায্য বিচার নিশ্চিত করাসহ অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রচেষ্টায় সহযোগিতা দেওয়া এই কমিটির কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হওয়া সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন সারজিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান।