র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ বিএনপির
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিটির কাছে তারা র্যাব বিলুপ্তির প্রস্তাব উপস্থাপন করেছেন। এছাড়া, পুলিশের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে একটি পুলিশ কমিশন গঠনের সুপারিশও করেছে দলটি।
এছাড়া, র্যাবের দায়িত্ব যাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং থানা পুলিশ পালন করতে পারে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিএনপি।
পুলিশ সংস্কার কমিটির কাছ থেকে সুপারিশ চাওয়া না হলেও বিএনপি নিজ উদ্যোগে প্রস্তাব জমা দিয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, "এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবার সংস্কার এখন সময়ের দাবি।"
হাফিজ উদ্দিন বলেন, "আমরা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবীদের সঙ্গে কথা বলেছি। আমাদের সুপারিশে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে ব্যবধান কমানোর প্রস্তাব রয়েছে।"