লংমার্চ ঘিরে আখাউড়া স্থলবন্দরে নিরাপত্তা জোরদার
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির তিন সহযোগী সংগঠনের ডাকা লংমার্চ কর্মসূচিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার নয়াপল্টন থেকে যাত্রা করা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের লংমার্চটি দুপুর ৩টা নাগাদ আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। এরপর স্থলবন্দরের ইয়ার্ডে সমাবেশ অনুষ্ঠিত হবে।
লংমার্চ ও সমাবেশ ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। সীমান্ত এলাকায় স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া শতাধিক পুলিশ সদস্য আখাউড়া স্থলবন্দর এলাকায় দায়িত্ব পালন করছেন।
সরেজমিন স্থলবন্দরের জিরো পয়েন্ট ঘুরে দেখা গেছে, অতিরিক্ত বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। পাসপোর্টধারী যাত্রী ছাড়া জিরো লাইনে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জিরোলাইন ছাড়াও আশপাশের সীমান্ত এলাকাগুলোতে টহল বাড়িয়েছেন বিজিবি সদস্যরা। লংমার্চ পরবর্তী সমাবেশকে কেন্দ্র করে দুপুর ১২টার মধ্যেই বন্দর দিয়ে ভারতে রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকগুলো প্রবেশ করানো হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রূহি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চার প্লাটুন বিজিবি ও শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।