ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীর মরদেহ পোড়ানোর সময় আটক যুবলীগ নেতার ছেলে
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্ত থেকে এক নারীর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার গাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হরলুজা বেগম (৫০)। তিনি আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার ছেলে। তবে কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে- তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ভোররাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে মরদেহ আগুনে পোড়ানো হয় বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গাজীরবাজার এলাকার বাসিন্দা এনামুলের বাড়ি থেকে দুইটি রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে রাজহাঁস খুঁজতে গিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত টিনের ঘরে আগুনে পোড়ার গন্ধ পান এনামুল ও তার ভাই রোমান। পরে সেখানে গিয়ে দেখেন রনি কিছু একটা পোড়াচ্ছেন। তবে রনি গাছের শুকনো পাতা পোড়াচ্ছেন বলে জানান। বিষয়টি সন্দেহজনক হলে পরে দেখেন মরদেহ পোড়ানো হচ্ছে। এরপরই স্থানীয়রা তাকে আটক করে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, রনির দেয়া তথ্যমতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি জমি থেকে ওই নিহত নারীর কাটা মাথা উদ্ধার করা হয়। মাথা দেখেই তার পরিচয় সনাক্ত করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে- তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। আটক রনিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।