নিউমুরিং টার্মিনাল: বিদেশি অপারেটর নিয়োগের আগে আরও ৬ মাস থাকছে সাইফ পাওয়ারটেক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সাইফ পাওয়ারটেকের সঙ্গে চলমান চুক্তির মেয়াদ আগামী ৭ জানুয়ারি শেষ হতে যাচ্ছে। তবে নতুন বিদেশি অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় অন্তর্বর্তী সময়ে সাইফ পাওয়ারটেকের সঙ্গে আরও ছয় মাসের জন্য চুক্তি নবায়ন করবে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) জানিয়েছে, সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে আরও ছয় মাসের এ চুক্তি হতে কিছু সময় লাগবে। তবে চুক্তিতে বিলম্ব হলেও ৭ জানুয়ারির পরেও আগের নিয়ম এবং শর্ত অনুযায়ী এনসিটির কার্যক্রম পরিচালনায় থাকবে সাইফ পাওয়ারটেক।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, 'সাইফ পাওয়ারটেকের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ৭ জানুয়ারি শেষ হচ্ছে। তবে টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা সম্ভব নয়। তাই অন্তর্বর্তী সময়ের জন্য তাদের সঙ্গে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় চুক্তি হবে। নতুন অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ হলে সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তি সমাপ্ত হবে।'
নতুন অপারেটর নিয়োগের বিষয়ে বন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে উন্মুক্ত দরপত্র আহ্বানের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। প্রসঙ্গত, সাইফ পাওয়ারটেক লিমিটেড ২০০৭ সাল থেকে এনসিটি পরিচালনা করছে।
এদিকে, আগে সরকার-টু-সরকার চুক্তির অধীনে বিদেশি অপারেটর নিয়োগের আলোচনা চললেও তা সমালোচনার মুখে পড়েছিল। পরবর্তীসময়ে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় বিদেশি অপারেটর নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়।
নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন অক্টোবরে বন্দর পরিদর্শনে গিয়ে আগের সরকারের একটি বিদেশি অপারেটরকে এনসিটি ইজারা দেওয়ার চেষ্টার সমালোচনা করেছিলেন।
৩০ অক্টোবর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম আজাদ এক চিঠিতে নিউমুরিং কন্টেইনার টার্মিনালের জন্য অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র দাখিলের জন্য পদক্ষেপ নিতে সিপিএ চেয়ারম্যানকে নির্দেশ দেন।
এনসিটির পাঁচটি বার্থে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার গভীর ড্রাফটের জাহাজ ভিড়তে পারে। টার্মিনালটিতে ৭০০টি রিফার প্লাগসহ দুই লাখ ৯২ হাজার ২৮৭ বর্গমিটার কন্টেইনার স্টোরেজ ইয়ার্ড রয়েছে। বার্ষিক ১.১৯ মিলিয়ন বিশ-ফুট [টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট] কন্টেইনার পরিচালনার সক্ষমতা রয়েছে এ টার্মিনালের।