কৃষি যন্ত্রপাতি আমদানির চেয়ে বেশি বিতরণ দেখানো হয়েছে: দুদক
বিগত সরকারের সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায়, হারভেস্টার মেশিনসহ অন্যান্য ৪০ হাজার কৃষিযন্ত্র আমদানি ও বিতরণে অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানায় সংস্থাটির এনফোর্সমেন্ট টিম।
দুদক জানায়, এক অভিযোগের প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এনফোর্সমেন্ট টিমের একটি অভিযানে এ অনিয়ম উঠে আসে।
সংস্থাটি জানায়, এনফোর্সমেন্ট টিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অবস্থিত সংশ্লিষ্ট প্রকল্প কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে।
পরিদর্শনকালে হারভেস্টার মেশিন বিতরণ, প্রকৃত কৃষক নির্ধারণে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয়, কারসাজির মাধ্যমে কৃষকদের কাছ মেশিনের দাম আদায়ের জন্য প্রকৃত দামের চেয়ে ৩ গুণ বেশি অর্থ আদায়, প্রকল্প সংশ্লিষ্টদের গাফিলতি ইত্যাদিসহ নানা অনিয়মের ব্যাপারে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।
তথ্যমতে, প্রকল্পের ৩টি ধাপের ১ম পর্যায়ে (২০০৯-১৩)বরাদ্দ ১৫০কোটি, দ্বিতীয় পর্যায় (২০১৪-২০) বরাদ্দ ৩৩৯ কোটি এবং তৃতীয় পর্যায়ে (২০২০-২৪) বরাদ্দ হয় ৩২০ কোটি টাকা।