আদালতে প্রকাশ্যে রায় ঘোষণা ও সন্ধ্যা ৬টার মধ্যে ওয়েবসাইটে আপলোডের সুপারিশ
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/public_administration.jpg)
প্রকাশ্য আদালতে রায় ও আদেশ ঘোষণা এবং প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে ওয়েবসাইটে রায় বা আদেশের কপি আপলোডের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। সেখানে ১৩-এর ১০ নং অনুচ্ছেদে এ বিষয়ে বলা হয়।
সুপারিশে আরও বলা হয়, সরকারি কর্মচারীদের সাক্ষ্য সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে আজ (৫ ফেব্রুয়ারি) প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন এবং বিচার বিভাগ বিষয়ক সংস্কার কমিশন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী তাদের নিজ নিজ কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন।