হাসিনাসহ আ. লীগের মন্ত্রী-এমপিদের আবাসস্থল ভেঙে শহিদ পরিবারের জন্য ফ্ল্যাট তৈরির দাবি
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/abdul_hannan_masud.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের সকল আবাসস্থল ভেঙে সেখান ভবন তৈরি করে শহিদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক পোস্টে লেখেন, 'খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীর আবাস ভেঙে, সেখানে ভবন করে প্রতিটি শহিদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়া এখন সময়ের দাবি।'