রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ চার হলের ও ১ স্কুলের নামফলক ভাঙচুর
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/ru_hall_nameplates_vandalised.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ চারটি হল ও একটি স্কুলের নামফলক ভেঙে দিয়েছেন একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জমায়েত হন। পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে সেখানে 'বিজয়-২৪ হল' নামকরণ করেন।
এরপর শিক্ষার্থীরা নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলে গিয়ে তার নামফলক ভেঙে 'শহীদ আলী রায়হান হল' নামকরণ করেন।
এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এরপর নির্মাণাধীন শেখ হাসিনা হলের নামফলক পরিবর্তন করে 'ফাতিমা আল-ফাহরিয়া হল' ও শেখ ফজিলাতুন্নেছা হল নাম পরিবর্তন করে 'নবাব ফয়জুন নেসা চৌধুরানী' নাম দিয়ে ব্যানার ঝুলিয়ে দেন।
এছাড়া শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে 'রিয়া গোপ মডেল স্কুল' নাম দেন তারা।
এর আগে বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল বিক্ষুব্ধ জনতা।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে রাত ৯টায় ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ঘোষণা দেওয়া হয়।
'ছাত্র-জনতা আন্দোলন' নামে বিভিন্ন ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
রাত ৮টা ৫১ মিনিটে বিক্ষুব্ধ জনতা বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা 'আজাদি, আজাদি' ও 'ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা' স্লোগান দেন। অনেকে দেয়ালে গ্রাফিতি আঁকেন।
এদিকে খুলনায় 'শেখ বাড়ি' ভাঙচুর করেছে একদল বিক্ষুব্ধ জনতা। রাত ৯টার দিকে তারা বাড়িতে ভাঙচুর শুরু করে এবং পরে দুটি বুলডোজার এনে ভাঙচুরের মাত্রা বাড়ায়।
নগরের শেরেবাংলা রোডে অবস্থিত দোতলা ভবনটি 'শেখ বাড়ি' নামে পরিচিত। এটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাইয়ের বাড়ি।