শাওন-সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ডিবি
রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় তাদের রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, 'রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের দুজনকে আটক করা হয়েছিল। আটকের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আপাতত তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।'
তিনি এর আগে বলেছিলেন, রাষ্ট্রের বিরুদ্ধে এই দুই অভিনেত্রী ষড়যন্ত্র করছিলেন- এমন অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের রাজধানী থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
দুই অভিনেত্রীই ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তবর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে আসছিলেন।
সম্প্রতি মেহের আফরোজ শাওন ও সোহানা সাবার রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে তাদের দুজনকে আটকের ঘটনা ঘটলো।
এছাড়া গতকাল সন্ধ্যায় বিক্ষুব্ধ স্থানীয় জনতা শাওনের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং জামালপুরের বাড়িতে আগুন দেন।
শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।