শেখ হাসিনার মন্তব্য ব্যক্তিগত, এর সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই: বাংলাদেশি দূতকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/india_mea.jpeg)
আবারও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে বসে শেখ হাসিনার মন্তব্য তার ব্যক্তিগত এবং এর সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই বলে হাইকমিশনারকে জানানো হয়েছে।
দিল্লির অভিযোগ, শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে 'বাংলাদেশ নেতিবাচকভাবে ভারতকে চিত্রিত করছে'। গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে জানানো হয়, ভারত বাংলাদেশকে নিয়ে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বারবার উল্লেখ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে, বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে এবং অভ্যন্তরীণ শাসনসংক্রান্ত সমস্যার জন্য ভারতকে দায়ী করছে। এসব মন্তব্য ক্রমাগত নেতিবাচকতা বাড়াচ্ছে।
এর আগে জানুয়ারির মাঝামাঝি সীমান্তে স্থাপনা নির্মাণ নিয়ে বাংলাদেশের দূতকে তলব করা হয়েছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'শেখ হাসিনার মন্তব্য একান্তই তার ব্যক্তিগত, এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তার এসব বক্তব্যের সঙ্গে ভারতের অবস্থানকে মিশিয়ে দেখা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে না। যদিও ভারত সরকার পারস্পরিক উপকারের সম্পর্কের জন্য প্রচেষ্টা করবে, ভারত আশা করে বাংলাদেশ পরিবেশ নষ্ট না করে একইভাবে প্রতিদান দেবে।'
গত বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশে অস্থিতিশীলতা তৈরি করতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য করছেন। এসব বন্ধ করতে ভারতের দূতকে তলব করে শক্ত প্রতিবাদপত্র দেওয়া হয়।
শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের কূটনীতিকদের পাল্টাপাল্টি তলবের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও বিষয়টি উঠে আসে। শুক্রবার মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, শেখ হাসিনার বক্তব্য একান্তই তাঁর নিজস্ব; এর জন্য ভারত দায়ী নয়।