আল্টিমেটাম দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/500-321-inqilab-white-20250211131414.jpg)
জনদুর্ভোগ বিবেচনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা।
এর ফলে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, দুপুর পৌনে ১২টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড়ে অবরোধ সৃষ্টি করে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের সাহেপ্রতাপ ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের টানা সাড়ে ৪ ঘণ্টার অবরোধে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষর্থীরা জানান, দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধিনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন তারা। সরকার সেটিকে আমলে না নিয়ে উল্টো কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরে পরিকল্পনা করেছে- যা শিক্ষার্থীদের জন্য অপমানজনক।
এ সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেকে তাঁত বোর্ড থেকে সরিয়ে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে পরিচালনা করার দাবি জানান শিক্ষার্থীরা।
এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর তারা অবরোধ তুলে নিয়েছে।'
তিনি আরও বলেন, 'তারা তাদের দাবি জানিয়েছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবির বিষয়টি জানাব।'