ডেভিল হান্ট: চট্টগ্রামে গ্রেপ্তার আরও ৫৯ জন
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/10/12/arrest.jpg)
আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরও ৫৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সাজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত—বিগত ৪৮ ঘণ্টায় অপারেশন ডেভিইল হান্টের আওতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশৃঙ্খলায় উস্কানি দেওয়া, শান্তিশৃঙ্খলা ব্যাহত করা, অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাদের গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
এনিয়ে গত ১৫ দিনের অভিযানে মোট ৪১৮ জনকে গ্রেপ্তার করল সিএমপি।
আজ বিকেলে একটি প্রেস রিলিজের মাধ্যমে সিএমপির জনসংযোগ ও মিডিয়া উইং জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন লঙ্ঘন এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
সিএমপি কর্মকর্তারা জানান, এসব বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে। এরপর তাদেরকে আদালতে হাজির করা হবে।