বুস্টার ডোজের জন্য তালিকা তৈরি হবে শীঘ্রই: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের মোকাবিলায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শীঘ্রই বুস্টার ডোজের তালিকার তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, "মহামারি করোনভাইরাসের সংক্রমণ রোধে টিকার বুস্টার ডোজের প্রয়োগে অ্যাপ আপডেট ও তালিকা তৈরির কাজ শীঘ্রই শেষ হবে। এরপরই শুরু হবে বুস্টার ডোজের প্রয়োগ।"
অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, "দেশে অন্ধত্ব ৩৫% কমেছে এটি একটি বিরাট পাওয়া। ৩৫% মানে আগের তুলনায় ১ লাখ ১৬ হাজার অন্ধত্ব কমেছে। এটি এমনি এমনি কমেনি। এর পিছনে যথেষ্ট কাজ হয়েছে, তবে আরো অনেক কাজ করার আছে। নিয়মিত চোখের চেকআপ করানোর জন্য দেশে অনেক ফ্যাসিলিটি তৈরি হয়েছে। ঢাকায় অত্যাধুনিক আই ইনস্টিটিউট আছে।"
তিনি বলেন, "আমাদের অনেক উপজেলায় কমিউনিটি সেন্টার আছে। যেখানে ডিজিটাল পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা দেওয়া হয়। সারাদেশে সেটি ছড়িয়ে দেয়া হবে। যাতে বাংলাদেশে একটি মানুষ যাতে অন্ধত্ব বরণ না করে। এছাড়া ছানিজনিত অন্ধত্ব যেনো না হয় সেটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সেজন্য কাজ করব।"